বাংলাদেশের খেলা মানেই গ্যালারিতে টাইগার ভক্ত শোয়েব আলীর গর্জন।সেটা হোক দেশ বা দেশের বাহিরে।মাঠে থেকে টাইগারদের উৎসাহ দিতে ছুটে যান তিনি।তবে শোয়েব যে শুধু বাংলাদেশের ক্রিকেটারদের ভালোবাসেন এমনটা নয় কিন্তু এর বাহিরেও তিনি সকলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্বিধা বোধ করেন না। সম্প্রতি তাঁর মানবতা দেখে সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সিলেটে শুরু হয়েছে। সেই খেলা দেখার জন্য ঢাকা থেকে সিলেটে যাবার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন শোয়েব কিন্তু এর পরের ঘটনা কি হলো সেটা তিনি নিজেই তাঁর ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন,জ্বর-সর্দি নিয়ে খেলা দেখার জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।কিন্তু এয়ারপোর্ট ট্রেন স্টেশনে দেখি এই লোকটি শুয়ে আছে। অসুস্থ অনেক। দুই ঘন্টা থেকে ওনার পাশে আছি। উনার নাম মোঃ ছামিউল। মুন্সিগঞ্জ বাসা। ঢাকায় মেয়ের বাড়ি এসেছিলেন। এরপর যাবার সময় অসুস্থ হয়ে পড়েন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। এখন ওনাকে একা রেখে যেতে পারছি না। কাল হয়তো মাঠে থাকা হবে না! একটু সুস্থ হলে হয়তো বাসার তথ্য পাওয়া যাবে। দোয়া করবেন।
কাল যে অসুস্থ লোকটার ছবি দিয়েছিলাম। আজ তাকে মুন্সিগঞ্জে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। উনি মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। এরপর বাসা ফিরে যাওয়ার সময় অজ্ঞানপার্টির কবলে পড়েন। তারা মোবাইল,টাকা-পয়সা সব নিয়ে চলে যায়। এরপর ওনাকে এয়ারপোর্ট ট্রেন স্টেশনে ফেলায় রাখে। কয়েকদিন থেকে স্টেশনে অসুস্থ পড়েছিলেন। কাল বাংলাদেশের খেলা দেখার জন্য সিলেট যাওয়ার সময় আমি তাকে দেখতে পাই। উনিই কথাই বলতে পারছিলেন না।
এরপর খাওয়া-দাওয়া করে একটু সুস্থ হবার পর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করি। আজ ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। ওনার পরিবারের লোকজন অনেক দুশ্চিন্তায় ছিলেন। বাসায় নিয়ে যাওয়ার পর তার পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখে খুব ভালো লেগেছে। মনে অনেক শান্তি লাগতেছে।
তবে লোকটির জন্য যথা সময়ে মাঠে না যেতে পারলেও আজ ঠিকই সিলেট গিয়েছেন শোয়েব। কারণ দেশের মধ্যে টাইগারদের খেলা হলে একটা খেলাও মাঠে বসে দেখতে মিস করেন না তিনি।