গত শুক্রবার ছিলো বলিউড বাদশা শাহরুখ খানের ৫৩তম জন্মদিন।ওই দিনই প্রকাশিত হয়েছে কিং খানের আগামী ছবি ‘জিরো’র ট্রেলার। সেই উপলক্ষে সাংবাদিক সম্মেলনে আনুশকা শর্মার সামনেই এক বিখ্যাত বলিউড তারকা বলে বসলেন, আনুশকা নয়, বিরাটকে তাঁরই বিয়ে করা উচিত। সেই তারকা একথা বলার পরে হাসির ঝড় বয়ে যায়। কেননা, এ কথা বলেছেন খোদ এসআরকে। বলাই বাহুল্য, পুরো ব্যাপারটাই খান সাহেবের স্বভাবসিদ্ধ রসিকতা।
এক সর্বভারতীয় ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এ দিন সাংবাদিক সম্মেলনে ঠিক কী হয়েছিল? আসলে সাংবাদিক সম্মেলনে শাহরুখ, অনুষ্কার পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির আর এক অভিনেত্রী ক্যাটরিনা কাইফও।
তিনি জানাচ্ছিলেন, বিরাট ও আনুশকার বিয়ের ছবি দেখে তিনি কেমন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সত্যিকারের ভালবাসা কেমন হয়, তা অনুভব করতে পারছিলেন তিনি। ঠিক তখনই শাহরুখ তাঁর মাস্টারস্ট্রোকটি খেলেন। তিনি জানিয়ে দেন, ওই ছবিগুলি দেখে তাঁরও মনে হয়েছিল অনুষ্কা নয়, তাঁরই বিরাটকে বিয়ে করা উচিত ছিল।