Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে

শহিদুল ইসলাম, বেনাপোল প্র‌তি‌নি‌ধিঃ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০২:০৬ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০২:০৭ PM

bdmorning Image Preview


সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

রবিবার (৪ নভেম্বর) সকালে বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ দল ভারতে যায়। ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারতের নিউ দিল্লিতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৮ দলের প্রতিনিধি দলে ১৬ জন কিশোর খেলোয়াড় রয়েছেন। টিম ম্যানেজার রয়েছেন, পরিতোস দাওয়ান ও কোচ অমল দাস। সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টের শর্ত অনুযায়ী খেলোয়াড়দের সবার বয়স ১৭ বছরের মধ্যে।

টিম ম্যানেজার পরিতোস দাওয়ান ভারত যাওয়ার পথে বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের ছেলেরা এ টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বহির্বিশ্বে তুলে ধরবে। পাশাপাশি এ টুর্নামেন্ট সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক জোরদার করতে বড় ভূমিকা রাখবে।

Bootstrap Image Preview