Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লা লিগায় রিয়ালের কষ্টসাধ্য জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৫৫ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৫৫ PM

bdmorning Image Preview


শনিবার রাতে লা লিগায় কষ্টসাধ্য জয় পেলো রিয়াল মাদ্রিদ। ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়েছে তারা। গোল দুটির একটি এসেছে পেনাল্টি থেকে আর অন্যটি হয় আস্তঘাতী। 

অন্তর্বর্তীকালীন কোচের সান্তিয়াগো সোলারি অধীনে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচে রিয়ালের প্রথমার্ধ কেটেছিল গোলশূন্যতায়। তবে ম্যাচের ৮৩ মিনিটে অতিথি ডিফেন্ডার কিকো অলিভাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল।বদলি হিসেবে নামা রিয়ালের ব্রাজিলিয়ান টিনএজার ভিনিসিয়ুস জুনিয়রের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালের দিকেই ঠেলে দেন স্প্যানিশ ডিফেন্ডার কিকো।

৮৮ মিনিটে ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড বেনজেমা ফাউলের শিকার হন। অসাধারণ এক পেনাল্টি শটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল অধিনায়ক রামোস। যা রিয়ালকে ২-০ গোলের জয় এনে দেয়। একই সাথে ৫ ম্যাচ পর লা লিগায় প্রথম জয়ের দেখা পেলো রিয়াল। 

এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।ভায়োদোলিদের পয়েন্ট ১৬।

Bootstrap Image Preview