ম্যাচের শেষ তিন মিনিটে জোড়া গোল করে রুদ্ধশ্বাস জয় বার্সার৷ শনিবার লা লিগায় রায়ো ভালেকানোর বিরুদ্ধে ৩-২ জিতে শীর্ষস্থান ধরে রাখাল বার্সেলোনা৷ জোড়া গোল সুয়ারেজের৷ শুধু তাই নয়, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা৷
ম্যাচের ১১ মিনিটে প্রথম সুযোগই গোলে রূপান্তরিত করেন সুয়ারেজ৷ যদিও এক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন ছিল বার্সার৷ সুয়ারেজের নেওয়া শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে দিক পালটে জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অবনমনে থাকা দলটি। ৩৫ মিনিটে কাঙ্খিত গোলও পেয়ে যায় তারা। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বার্সার জালে বল জড়ান স্প্যানিশ মিড-ফিল্ডার হোসে পোজো।
৪১ মিনিটে রাফিনিয়ার সঙ্গে বল দেওয়া নেওয়া করে সুয়ারেসের জোরালো শট পোস্টে লাগলে বিরতির আগে আর এগিয়ে যাওয়া হয়নি বার্সেলোনার। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে এগিয়ে যায় ভালেকানো৷ ৫৭ মিনিটে রিভেরার গোলে ২-১ এগিয়ে যায় তারা৷ মাঠে নেমেই দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিড-ফিল্ডার৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই উসমান দেম্বেলেকে নামান বার্সা কোচ।
পিছিয়ে পড়ার পর যেন খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। আগের মতোই অধিকাংশ সময় বল দখলে রেখে খেলতে থাকে তারা। কিন্তু তাদের খেলা ছিল বেশ অগোছালো। কিন্তু নির্ধারিত সময়ের শেষ তিন মিনিটে চিত্রটা পালটে যায়। ডেম্বেলের সমতা ফেরানো গোলের পর জয় নিশ্চিত করেন সুয়ারেজ।
৮৭ মিনিটে বাঁ-দিক থেকে উড়ে আসা বল পিকের হেডের পর পেয়ে যান ডেম্বেলে। নিচু হাফ-ভলিতে গোল করে বার্সাকে সমাতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড। এর মিনিট তিনেক পর অর্থাৎ ৯০ মিনিটে ডান দিক থেকে রবের্তোর লম্বা ক্রস ডি-বক্সে পেয়ে ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি করতে ভুল করেন সুয়ারেজ৷ সেই সঙ্গে দলকে দুরন্ত জয় উপহার দেন তিনি৷ গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন বার্সার এই উরুগুয়ের স্ট্রাইকার৷ এবারের লিগে ৯টি গোল করে ফেলেন সুয়ারেজ।
১১ ম্যাচে সাতটি জয় ও তিনটি ড্র করে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা৷ আর দিনের প্রথম ম্যাচে অবনমনের আওতায় থাকা লেগানেসের বিরুদ্ধে গোলে ড্র (১-১) করা অ্যাটলেটিকো মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে ১৭ পয়েন্ট নিয়ে ছ’ নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ৷