Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:১৯ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:১৯ PM

bdmorning Image Preview


আরো একটি বিরাট অর্জন করলো বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা।নেপালের রাজধানী কাঠমান্ডুর অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

হাই-ভোল্টেজ এই ম্যাচে প্রথমআর্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। এরপর দ্বিতীয়ার্ধে খেলা শুরুতে জয়ের জন্য দুই দলই মরিয়া হয়ে উঠে।কিন্তু নির্ধারিত সময়ে আর কেউ কোনো গোল করতে পারেনি ।ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।

এতে প্রথম গোলটিই বারের উপর দিয়ে পাঠিয়ে দেয় বাংলাদেশ। অপর দিকে পাকিস্তানও মিস করে তাদের প্রথম গোল। কিন্তু এরপরই এগিয়ে যায় বাংলাদেশ। পরপর তিনটি গোল করতে সফল হয় বাংলাদেশ। তবে শেষ গোলটি করতে ব্যর্থ হয়।

কিন্তু পাকিস্তানের পক্ষে ২য় গোলটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেয় বাংলাদেশের গোলরক্ষক। তবে এরপরের দুই গোল করে পাকিস্তান। আর শেষ গোলটি ফিরিয়ে দেশকে জয়ের আনন্দে ভাসান এই গোলরক্ষক।

 

 

Bootstrap Image Preview