গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে শোয়েব মালিক যখন ব্যস্ত ছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে, তখন হাসপাতাল থেকে ছাড়া পান সানিয়া। হায়দরাবাদের রেনবো চাইল্ড হাসপাতালে বেগম মির্জার কোলে সদ্যোজাতর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। পুত্রসন্তানের নামকরণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সানিয়া-শোয়েব সদ্যোজাতর নাম রেখেছেন ইজহান মির্জা-মালিক।
শোয়েব পিতা হওয়া নিয়ে খুশির বাতাবরণ থাকলেও তাঁর সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেয় পাক মিডিয়া। পাকিস্তানি এক বহুল প্রচারিত সংবাদমাধ্যম দাবি করে, পাকিস্তানের নাগরিকত্ব পাবে না শোয়েব-সানিয়ার ছেলে।
তাদের দাবি, পাসপোর্ট ও পাক অভিবাসন নীতি অনুযায়ী কোনও ভারতীয় নাগরিক পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না। ১৯টি দেশের সঙ্গে পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব চুক্তি থাকলেও সেই তালিকায় নেই ভারতের নাম। যেহেতু শোয়েব মালিককে বিয়ে করেও সানিয়া ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেননি, তাই ভারতে জন্ম নেওয়া তাঁর সন্তান কোনওভাবেই পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না।