অবশেষে উন্নত চিকিৎসার ঢাকায় আনা হচ্ছে টাইগ্রেস দলের সাবেক খেলোয়াড় চামেলী খাতুনকে।তাঁর এই চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তাই রাজশাহী থেকে চামেলীকে আজ শুক্রবার উড়িয়ে আনা হয়েছে ঢাকায়।চামেলির সঙ্গে তার মা, বোনসহ পরিবারের তিনজন সদস্য আছেন। আজ বিকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে চামেলিকে হাসপাতালে নেয়ার কথা রয়েছে।
আট বছর থেকে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর অর্থের অভাবে চামেলীল আর সুস্থ হয়ে ওঠা হয়নি। সেই সঙ্গে মেরুদন্ডে হাড়ের ব্যথা নিয়ে চলতে চলতে বর্তমানে মূমুর্ষ অবস্থায় পৌছেঁছেন তিনি। মেরুদন্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্ক গুলো নষ্ট হয়ে যাওয়ায় অবস হয়ে যাচ্ছে তার পুরো ডান পাঁ।
তাই চামেলী এখন দিনের বেশিরভাগ সময়ই একটা স্থানে বসেই পার করতে হয়। আস্থে আস্থে চলাচলের শক্তিও হারিয়ে ফেলছেন। তার এই অবস্থা থেকে উন্নতির জন্য অতি স্বত্বর দেশের বাইরে সার্জারির পরামর্শ চিকিৎসকের।যাতে প্রয়োজন ছিলো অন্তত ১০ লাখ টাকা। তবে প্রধানমন্ত্রী এগিয়ে আসায় এখন আর টাকার কথা চামেলীকে ভাবতে হবে না।