Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১২ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য হ্যাকারদের হাতে!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০২:৩৬ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০২:৩৬ PM

bdmorning Image Preview


যাঁরা ফেসবুকে ভরসা করেন, তাঁদের জন্য খারাপ সময় যাচ্ছে। ফেসবুক থেকে ব্যবহারকারীদের বিনিময় করা অনেক বার্তা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এসব অ্যাকাউন্টের তথ্য বিক্রি করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। রাশিয়ান সার্ভিসের কাছে হ্যাকাররা দাবি করেছে, তাদের কাছে মোট ১২ কোটি অ্যাকাউন্টের তথ্য আছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, একদল হ্যাকার ফেসবুক হ্যাক করে ৮১ হাজার অ্যাকাউন্টের ব্যক্তিগত বার্তা প্রকাশ করেছে।

ফেসবুক বলছে, তাদের নিরাপত্তাব্যবস্থা টপকে অ্যাকাউন্ট হ্যাক করতে পারেনি কেউ। যেসব তথ্যের কথা হ্যাকাররা বলছে, সেগুলো ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে সংগ্রহ করেছে তারা।

ভবিষ্যতে ফেসবুকের কোনো অ্যাকাউন্ট যাতে ক্ষতির মুখে না পড়ে, এ জন্য প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বর মাসে ফেসবুক হ্যাকিংয়ের ঘটনার বিষয়টি নজরে আসে। ওই সময় এফবি সেলার নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ইন্টারনেট ফোরামে ফেসবুকে অ্যাকাউন্টের তথ্য বিক্রির ঘোষণা দেওয়া হয়।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিজিটাল স্যাডোজ ওই অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখে। তারা বলে, ৮১ হাজার প্রোফাইলে ব্যক্তিগত বার্তা পোস্ট করা হয়েছে। ১ লাখ ৭৬ হাজার অ্যাকাউন্টের ফোন নম্বর ও ই–মেইল অ্যাড্রেস দেওয়া আছে। ব্যবহারকারীরা এগুলো প্রকাশ্যে রেখেছেন বলে তা সংগ্রহ করা সহজ।

Bootstrap Image Preview