বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের প্রায় সকলের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি অফিসিয়াল পেজ আছে। যার বেশিরভাগই ফেসবুক কর্তৃক স্বীকৃত। সেই দিক দিয়ে টাইগার দলের অন্যতম পেসার কাটার মাস্টার মোস্তাফিজেরও একটি অফিসিয়াল ফেসবুক কর্তৃক স্বীকৃত পেজ ছিলো।কিন্তু সেই পেজটি নষ্ট হয়ে গিয়েছে।সেই জন্য ফেসবুকে আরেকটি নতুন পেজ খুলেছেন ফিজ।
সম্প্রতি সেই পেজ থেকে আপলোড করা এক ভিডিও বার্তায় মুস্তাফিজ বলেন-
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার আগের ভেরিফাইড পেজটি বন্ধ হয়ে গিয়েছে। এটা আমার নতুন ভেরিফাইড পেজ। এখন থেকে আমার সব আপডেট এই পেজ থেকে পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, টিমের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’
এই প্রতিবেদন লেখার সময় মুস্তাফিজের ভিডিও বার্তা সম্বলিত পোস্টে এক হাজার একশ জন ফেসবুক ব্যবহারকারী রিঅ্যাকশন প্রদান করেছেন, পোস্টে পড়েছে একশরও বেশি কমেন্ট। আর পেইজে লাইক সংখ্যা ইতোমধ্যে ছুঁয়েছে প্রায় তেরো হাজার।