১৯৭৬ যে ক্লাবে ফুটবল কেরিয়ারে হাতেখড়ি হয় আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার। ৫৮ তম জন্মদিনে তাঁকে সম্মান জানাতে ম্যারাডোনার ব্রোঞ্জমূর্তি উন্মোচন করল তাঁর প্রথম ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স।
৩০ অক্টোবর ফুটবল রাজপুত্রের জন্মদিনেই আর্জেন্টিনোস জুনিয়র্সের স্টেডিয়ামে উন্মোচন হওয়ার কথা ছিল ম্যারাডোনার ব্রোঞ্জ মূর্তিটি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে যায় সেই অনুষ্ঠান। ৩১ অক্টোবর ক্লাবের স্টেডিয়ামে ৮৬ বিশ্বকাপের স্মৃতি উস্কে দিয়ে উন্মোচিত হয় ম্যারাডোনার ব্রোঞ্জ মূর্তি। যেখানে ফুটে উঠেছে ইংল্যান্ডের সাথে শতাব্দী সেরা গোলের আগে ম্যারাডোনার ড্রিবলিংয়ের একটি মুহূর্ত।
ব্রোঞ্জ খোদাই করেই নির্মাণ করা হয়েছে আর্জেন্তাইন তারকার ন’ফুটের এই মূর্তি। যা অচিরেই স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়। আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েনস আইরসে এটিই প্রথম ম্যারাডোনার মূর্তি, যা উন্মোচিত হল তাঁর ৫৮ তম জন্মদিনে।