৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক করে আগামী জাতীয় নির্বাচনে তফসিল কবে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।
এর আগে বেলা চারটার দিকে মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং শাহাদৎ হোসেন চৌধুরী এবং কমিশন সচিব হেলালুদ্দীন আহমদকে নিয়ে বঙ্গভবনে বৈঠকে যান সিইসি।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, ভোটের আগে ভোটার তালিকা ও ভোটকেন্দ্রসহ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হয়, সেটাই জানিয়েছেন তারা।
তফসিলের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে সিইসি বলেন- তফসিল নিয়ে কোনো কথা হয়নি। আমাদের কমিশনে ৪ তারিখ একটা মিটিং আছে। সেখানে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, এর আগে ৩ তারিখেও আমরা কমিশনে বসব। তবে সিদ্ধান্ত হবে ৪ তারিখের বৈঠকেই।