রিয়াল মাদ্রিদ ম্যানেজার হুলেন লোপেতেগির বিদয়ের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সান্তিয়াগো সোলারির। তার হাত ধরে শুভ সূচনা করল রিয়াল। বুধবার রাতে স্প্যানিশ কোপা দেল রে'র ম্যাচে অপক্ষোকৃত দূর্বল তৃতীয় বিভাগের দল মেলিলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা।
মেলিলার ঘরের মাঠে এল ক্লাসিকো খেলা একাদশ থেকে বেনজেমা এবং অধিনায়ক রামোস আজকের ম্যাচেও ছিলেন একাদশে। আর গ্যারেথ বেল, টনি ক্রুস ও লুকা মডরিচকে বিশ্রাম দিয়েছিলেন সোলারি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে বেনজেমা-আসেনসিওরা। যার সুফল আসে ম্যাচের ২৮ মিনিটি। এ সময় দলকে লিড এনে দেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।তবে প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে ভিনিসিওয়াসের কাছ থেকে বল পেয়ে বা পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।
ম্যাচের ৭৯ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন অড্রিওজোলা। এবারও বলের জোগানদাতা ভিনিসিওয়াস। যোগ করা সময়ে রিয়ালের হয়ে সর্বশেষ গোলটি করেন ক্রিস্তো গঞ্জালেজ। ৪-০ ব্যবধানের প্রথম লেগ জয়ে রিয়াল খেলোয়াড়রা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে।আগামী ৫ ডিসেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগ।