Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ রেখে অধ্যাদেশ জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১১:০২ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১১:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী


একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইনের অধ্যাদেশ জারি হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদ অধিবেশন না বসায় এই অধ্যাদেশ জারি হয়েছে। গেজেট আকারে তা প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনারদের দেখা করতে যাওয়ার আগের দিনই এ অধ্যাদেশ জারি হলো।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। সংশোধিত আইনে ইভিএম ব্যবহার, অনলাইন মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা, ঋণখেলাপিদের মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ রাখার সুপারিশ করা হয়েছিল। অধ্যাদেশ পাওয়ার পরই জানা যাবে, কী কী সুপারিশ রাখা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার মন্ত্রিসভার বৈঠকে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর ফলে নির্বাচন কমিশন ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করতে পারবে। বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সংসদ অধিবেশন আজ শেষ হওয়ায় এখন অধ্যাদেশের মাধ্যমে আরপিও সংশোধনের প্রস্তাব আইনে পরিণত হবে।

সংশোধনী অনুযায়ী, এখন মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিলেরও সুযোগ রাখা হয়েছে।

Bootstrap Image Preview