Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবেক সদস্য শহিদুল্লাহর মৃত্যুতে ডিএসই’র শোক প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৩:১১ PM

bdmorning Image Preview


সাবেক সদস্য মোঃ শহিদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কর্তৃপক্ষ। আজ সকাল ১০:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মৃত্যুবরন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বৎসর।

তিনি ডিবিএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডিএসই’র সাবেক পরিচালক শরীফ আনোয়ার হোসেন (দীলিপ) এর পিতা। মরহুম মোঃ শহিদুল্লাহ ১৯৭৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সদস্যপদ লাভ করেন। তিনি বিভিন্ন সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাচন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম পরিচালনা পর্ষদের পক্ষে এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব কে.এ.এম. মাজেদুর রহমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

তার নামাজে জানাযা আজ ৩১ অক্টোবর, ২০১৮ বাদ মাগরিব রায়ের বাজার ছাতা মসজিদে অনুষ্ঠিত হবে।

 

Bootstrap Image Preview