শুরুর আগে শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান ফুটবলার ড্যানিয়েল কোরেয়ার জীবন।২৪ বছর বয়সি এই ফুটবলাররের মৃতদেহ উদ্ধার হল পারানার রাজধানী শহর কিউরিটিবার গ্রামীন অঞ্চলে৷ কেটে নেওয়া হয়েছে তাঁর যৌনাঙ্গও৷
সাউদার্ন পারানার পুলিশ খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে, কিউরিটিবার দক্ষিণ প্রান্তের একটি গ্রামীণ অঞ্চল থেকে কোরেয়ার মৃতদেহ উদ্ধার হয়৷ তাঁর গলার প্রায় পুরোটাই কেটা অবস্থায় পাওয়া যায়৷ ব্লেড জাতীয় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে৷ তাছাড়া তাঁর যৌনাঙ্গও কাটা ছিল৷তদন্ত জারি রয়েছে৷
কোরেয়ার মৃত্যুতে ব্রাজিলিয়ান ফুটবলমহলে শোকের ছায়া৷ শোক প্রকাশ করেছে তাঁর দল সাও পাওলোব এফসি৷ অনুশীলনের আগে দলের ফুটবলাররা নীরবতা পালণ করে৷
২০০৭-১০১৩ পর্যন্ত ক্রুজেইরোর হয়ে যুব ফুটবল খেলেন প্রয়াত ড্যানিয়েল৷যেখানে তাঁর স্কিল দেখে অনুরাগীরা তাঁকে ড্যানিয়েল মেসি বলে ডাকা শুরু করেছিল৷তবে ২০১৪ সালে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারেননি কোরেয়া৷