রবিবার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পাঁচ গোলে চূর্ণ হয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হওয়ার আগে রীতিমতো চাপে ছিলেন রেয়াল কোচ লোপেতগুই। ম্যাচের পর যার রেশ দ্বিগুন। মৌসুমের শুরুতে জিনেদিন জিদান রিয়ালের কোচের দায়িত্ব ছেড়ে যাওয়ার পর, তাঁর হাতেই দলের দায়িত্ব তুলে দেন রেয়াল মালিক ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু সেই আশা রাখতে পুরোপুরি ব্যর্থ লোপেতেগুই। ফলে পরিস্থিতি যা তাতে তাঁর বিদায় কার্যত নিশ্চিত।
কোনো অঘটন যদি না ঘটে তবে তাঁর জায়গায় নতুন কোচ হতে চলেছেন প্রাক্তন চেলসি এবং জুভেন্টাস কোচ অ্যান্তোনিও কন্তে। খুব সম্ভবত চলতি সপ্তাহেই তাঁকে নিয়োগ করতে চলেছে রিয়াল। যা নিয়ে ক্লাবের বাকি ডিরেক্টরদের দিয়ে জরুরি আলোচনায় বসছেন রিয়াল মালিক পেরেজ।
মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে আজ সোমবার ইতালি থেকে স্পেনে পৌঁছতে পারেন চেলসির প্রাক্তন এ কন্তে। তাই আজ কন্তের সঙ্গে আলোচনা শেষে সবকিছু ঠিক থাকলেও আগামী সপ্তাহে তাকে রিয়ালের কোচ হিসেবে দেখা যেতে পারে বলে জানিয়েছে স্পেনের অন্যতম সেরা এ ফুটবল বিষয়ক গনমাধ্যমটি।
ফলে সপ্তাহের মাঝে বুধবার কোপা ডেলরের ম্যাচে মেলিলার বিরুধে রিয়ালের দায়িত্বে থাকতে পারেন সহকারি স্যান্তিয়াগো সোলারি। এখন দেখার শেষমেশ পরিস্থিতি কোন দিকে যায়।