আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুমোদন পেতে যাচ্ছে নতুন আরো চারটি ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন চারটি ব্যাংকের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়া হচ্ছে।
যে চারটি ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে- ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’, ‘পিপলস ব্যাংক লিমিটেড’, ‘সিটিজেন ব্যাংক লিমিটেড’ ও কমিউনিটি পুলিশ ব্যাংক।
সংশ্লিষ্ট এক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার এজেন্ডায় চারটি ব্যাংক অনুমোদন অন্তর্ভুক্ত করা হয়েছে। এ চারটি ব্যাংক অনুমোদন পেলে দেশে দেশে সরকারি-বেসরকারি মিলে ব্যাংকের সংখ্যা হবে ৬২টি।
এই নতুন চার ব্যাংকের মধ্যে পুলিশের উদ্যোগে চালু হতে হচ্ছে পুলিশ কমিউনিটি ব্যাংক। পিপলস ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিউ ইয়র্ক প্রবাসী সন্দ্বীপের এম এ কাশেম। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও সিটিজেন ব্যাংকের জন্য আবেদন করেছেন মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তি।
সূত্র থেকে আরো জানা যায়, পুলিশ কমিউনিটি ছাড়া নতুন তিনটি ব্যাংকের লাইসেন্স দিতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে দ্বিমত ছিল। তবে এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের তাগিদে দেরিতে হলেও এটি বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে নতুন চার ব্যাংককে অনুমোদনের তাগিদ জানিয়ে অর্থমন্ত্রীর পাঠানো একাধিক চিঠির জবাবে লাইসেন্স না দেওয়ার যুক্তি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থা বিবেচনায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিলে বাংলাদেশ ব্যাংক গৃহীত কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠবে। যার ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর চাপে বাংলাদেশ ব্যাংক তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।