Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘দেশপ্রেম না থাকলে উন্নয়ন সম্ভব হত না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১০:৪৩ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১০:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আজকে আমরা মধ্যম আয়ের দেশ। এটি সম্ভব হয়েছে কেবলমাত্র একটি কারণে। স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকার কারণে। দেশপ্রেম এবং আদর না থাকলে এ উন্নয়ন সম্ভব হত না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ এগিয়ে যেতে থাকবে।’

আজ রবিবার বিকেলে সাভারে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।

জয় বলেন, ‘আমরা যুবকদের এবং সর্বস্তরের মানুষকে সহযোগিতা করে যেতে থাকব। বাংলাদেশের একটি মানুষও যেন পিছিয়ে না থাকে এটা আমাদের ওয়াদা।’

এ সময় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে জয় বলেন, ‘আমরা যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের কথা বলি, তখন অনেকেই বিষয়টি নিয়ে ঠাট্টা করত। একটু ভেবে দেখেন, ১০ বছর আগে আমরা কোথায় ছিলাম। এ দেশের মানুষ খুব হতাশ ছিল। এ দেশ দিয়ে কিছু হবে না, এ দেশের উন্নয়ন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর নিজেদেরে মেধা, নিজেদের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নকে বাস্তবায়ন করেছি। আমরা কিন্তু বিদেশ থেকে কনসালটেন্ট এনে ডিজিটাল বাংলাদেশ করিনি। নিজেদের উদ্যোগে করেছি।’

জয় বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ এখন ডিজিটাল হওয়ার জন্য আমাদের কাছ থেকে সহায়তা নিচ্ছে। আমরা মালদ্বীপ-ভুটানকে সহযোগিতা করছি। সোমলিয়া আমাদের কাছ থেকে সহায়তা নিচ্ছে। এমনকি দক্ষিণ আমেরিকার দেশ পেরুও আমাদের কাছ থেকে সহায়তা নিচ্ছে। অনেকেই মনে করেন ফিলিপাইন আমদের থেকে অনেক উন্নত। সেই ফিলিপিাইনও আমাদের কাছ থেকে সহায়তা নিচ্ছে।’ আমরাই এখন আইটিতে এক্সপার্ট হতে যাচ্ছি বলেও তিনি জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা বলেন, ‘২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জয়ের মাধ্যমে ক্ষমতায় এসে আমরা দেশকে উন্নয়নের ধারায় নিয়ে আসি। তখন মানুষ আত্মবিশ্বাসী হতে শুরু করে। কিন্তু ১০ বছর আগে আমাদের এই আত্মবিশ্বাস ছিল না। নিজেদের দেশের প্রতি আত্মবিশ্বাস আমাদের নিজেদেরেই ছিল না।’

এ সময় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে’র সূচনা নিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা অত্যন্ত স্বল্প পরিসরে উদ্যোগ নিয়েছিলাম যে, তরুণদেরকে আমারা এগিয়ে নিয়ে আসব। তাদেরকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাব। কিন্তু আজকে এখানে বিপুল সংখ্যক তরুণের অংশগ্রহণে আমি গর্ববোধ করছি।’

জয় আরও বলেন, ‘এই যে ইয়াং বাংলা অ্যাওয়ার্ডিদের আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস ধরে রাখবেন। আমরাই পারি, আমরাই দেশকে এগিয়ে নিতে পারব। আমরা বলতে, এখানে আমি আ্ওয়ামী লীগকে বোঝাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ এই পর্যায় পৌঁছাত না।’

তিনি বলেন, ‘বিএনপির আমলে সারা বিশ্বে আমাদের পরিচয় ছিল দুর্নীতে চ্যাম্পিয়ন হিসেবে আর জঙ্গী দেশ হিসেবে। তারা চেয়েছিল বাংলাদেশকে আরেকটি পাকিস্তান হিসেবে তৈরি করতে। ফেইল স্টেট হিসেবে প্রতিষ্ঠা করতে। সেখান থেকে আমরা এখন ডিজিটাল এক্সপার্ট হয়ে উঠেছি। বাংলাদেশ আজ উন্নয়নের উদাহরণ। বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের উন্নয়নের স্বীকৃতি পাচ্ছি।’

তিনি বলেন, ‘২০০৮ সালে ক্ষমতায় আসার পরে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। কিন্তু তার অনেক আগেই আমরা সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি। এখন আমাদের পরবর্তী স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করা। এটা শুধু স্বপ্ন নয়, এটা আমরা বাস্তবায়ন করে দেখাব।’ এ জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলেও তিনি জানান।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বঙ্গবন্ধুর দৌহিত্র এবং সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

Bootstrap Image Preview