যাত্রা শুরু করেছে সাজগোজ লিমিটেডের উদ্যোগ নতুন ই-কমার্স প্রতিষ্ঠান ‘শপ ডট সাজগোজ ডটকম’। এই ই-কমার্স প্রতিষ্ঠান থেকে এখন থেকে কেনা যাবে বিশ্ব বিখ্যাত সব ব্যান্ডের প্রসাধনী পণ্য।
গতকাল শনিবার (২৭ অক্টোবর) সন্ধায় রাজধানীর কারওয়ান বাজারের বেসিস অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘শপ.সাজগোজ ডটকম’ নামের এই প্রতিষ্ঠানটি চালু হওয়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বেসিসের পরিচালক দিদারুল আলম সানি, ত্বক বিশেষজ্ঞ ডা. তাওহিদা রহমান ও সাজগোজ.কমের সহ-প্রতিষ্ঠাতা সিনথিয়া শারমিন ইসলামসহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে শওকত হোসেন বলেন, ই-কমার্সের ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে বড় বিষয়। ক্রেতারা যেন না ঠকে। সেক্ষেত্রে সাজগোজের ভালো দিক হচ্ছে, তারা ভালো মানের পণ্যই ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে।
দিদারুল আলম সানি বলেন, বেসিস সবসময় ভালো উদ্যোগের পাশে থাকে। সাজগোজের এই ই-কমার্স প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো, দেশের বাজারে তারা কনটেন্টভিত্তিক ই-কমার্স সাইট।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালে শুরু হয় সাজগোজের যাত্রা। এরপর থেকে এতদিন ধরে তারা কনটেন্টভিত্তিক ওয়েবসাইট পরিচালনার পাশাপাশি পরামর্শও দিত। ই-কমার্সও নিয়ে এল তারা।
সিনথিয়া শারমিন ইসলাম জানান, নয় হাজার আটশরও বেশি কনটেন্ট রয়েছে তাদের ওয়েবসাইটে। এর ফলে গ্রাহকেরা সহজে বেছে নিতে পারেন তাঁদের ত্বক অনুযায়ী কোন পণ্যটি ব্যবহার করবে।