জয়ের ধারা অব্যাহত লিভারপুলের।লিভারপুল জিতল ৪-১। মোহম্মদ সালাহর একটি ও জোড়া গোল করলেন সাদিও মানে। অন্যটি জার্দান শাচিরি। ক্রিস্টাল প্যালেসের একমাত্র গোল করলেন ক্যালাম প্যাটারসন। এই জয়ে তারা ইপিএল টেবলের শীর্ষে। পয়েন্ট ১০ ম্যাচে ২৬। অবশ্য দু’নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার সিটি পরের খেলা সোমবার। প্রতিপক্ষ টটেনহ্যাম।
অ্যানফিল্ডে শনিবার নিয়ন্ত্রণ ছিল লিভারপুলেরই। দশ মিনিটেই সালাহর সুযোগসন্ধানী গোলে ১-০ এগিয়ে যায়। ৬৬ মিনিটে ২-০ করেন মানে। কার্ডিফের বেশ কয়েকজনকে কাটিয়ে। খেলা শেষের ১৩ মিনিট আগে বিপক্ষ গোলে প্রথম বার ঠিকঠাক শট নেন কার্ডিফের প্যাটারসন। গোলও হয়। দশ মিনিটেই বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে তুলে ৩-১ করেন মানে। ৮৪ মিনিটে লিভারপুলের চতুর্থ গোল জার্দান শাচিরির।
এদিকে প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়ের দিনে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে মেইনজকে ২-১ গোলে হারায় নিকো কোভাচের দল।
ম্যাচের ৩৯ মিনিটে লিওন গোরেৎজকার গোলে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ৪৮ মিনিটেই স্বাগতিক মেইনজকে সমতায় ফেরান জেন পল বোয়েতিউস। তবে ৬২ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তার গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বায়ার্ন। সমানসংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড।