জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নেতৃত্বে নৌকার পক্ষে এক নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় এ উপলক্ষে সরিষাবাড়ী আরামনগর বাজার থেকে বিশাল একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাসষ্ট্যান্ডে এসে নির্বাচনী সমাবেশে সমবেত হয়।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি এএইচএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ।
এ ছাড়া এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজু, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ সরোয়ার জাহানসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।