যৌন হয়রানির অভিযোগে গত দুই বছরে গুগল তাদের ৪৮ কর্মীকে ছাঁটাই করেছে। বৃহস্পতিবার কর্মীদের পাঠানো এক ইমেইলে এ তথ্য জানিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই। খবর ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের।
গত বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অর্থের বিনিময়ে যৌন হয়রানির অভিযোগ থেকে রক্ষা করেছেন।
নিউইয়র্ক টাইমসের এ প্রতিবেদনের জবাবে সুন্দর পিচাই বৃহস্পতিবার কর্মীদের ইমেইল করেন। যেখানে ৪৮ জনকে ছাঁটাইয়ের কথা জানানো হয়। এদের মধ্যে ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা।
যেসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে তারা চলে যাওয়ার সময় কেউই বিশেষ সহায়তা প্যাকেজ পাননি।
সুন্দর পিচাইয়ের ইমেইলে আরও বলা হয়, আমরা নিশ্চিত করছি যে গুগলের কর্মপরিবেশ অনেক নিরাপদ। এ প্রতিষ্ঠানে যারা অসহযোগিতামূলক আচরণ করবেন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।