Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্বনাশা স্মার্টফোন, সতর্ক না হলে হতে পারে ভয়ানক পরিণতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১০:৪০ AM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১০:৪০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চীনের এক এমনই স্মার্টফোনমুখী তরুণী এমন বদভ্যাসের কারণে পড়েছেন মহা সমস্যায়। জানা যায়, চীনের হুনাং প্রদেশের চাংসার বাসিন্দা সেই তরুণী। কাজের চাপে বেসামাল হয়ে অফিসের কাজ থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছিলেন তিনি।

কিন্তু কাজ থেকে নেওয়া সাময়িক অবসরে তিনি সারাক্ষণ মেতে রইলেন ফোন নিয়ে। কেবল ঘুমানোর সময় ছাড়া সারাক্ষণই তার হাতে ছিল ফোন। 

এরপরই তার হাতে শুরু হয় অসহ্য যন্ত্রণা। আঙুলগুলো বেঁকে যায় তাঁর। যেভাবে ফোন ধরা থাকে হাতে সেভাবেই থেকে যায়। আর সোজা করা যাচ্ছিল না। হাসপাতালে গিয়ে সেই তরুণী জানতে পারেন তিনি টেনোসিনোভাইটিসে ভুগছেন। হাড় ও মাসংপেশীর সংযোগস্থলে অবস্থিত কলাকোষে প্রদাহের কারণেই এই যন্ত্রণার সূচনা।

তবে আপাতত সুস্থ তিনি। ফিরেছে আঙুলের কর্মক্ষমতাও। 

Bootstrap Image Preview