Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁ-২: আ'লীগ বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশীর দৌড়-ঝাঁপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৫ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview


সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে (নওগাঁ-২, ধামইরহাট-পত্নীতলা) আসনে সকল দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে নেমেছে। আসনটি জাতীয় সংসদের ৪৭ নম্বর নির্বাচনী এলাকা। নওগাঁ জেলার ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে নওগাঁ-২ এই আসনটি গঠিত।

জানা গেছে, এখানে ভোটার তিন লাখ ১৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে পত্নীতলা উপজেলায় পুরুষ ৮৮ হাজার ৭০০ জন, নারী ৮৮ হাজার ৫০৫ জন; মোট এক লাখ ৭৭ হাজার ২০৫ জন। ধামইরহাট উপজেলায় পুরুষ ৭০ হাজার ৩২৮ জন, নারী ৭০ হাজার ১৯৩ জন; মোট এক লাখ ৪০ হাজার ৫২১ জন ভোটার রয়েছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিকল্প ধারা ও বাসদ থেকে একক প্রার্থী থাকলেও আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

নির্বাচনকে ঘিরে এরই মধ্যে এই আসনে ক্ষমতাসীন আ'লীগসহ বিএনপি, জাতীয় পার্টি, বিকল্প ধারা এবং বাসদের তোড়জোড় চোখে পরছে। তবে এবার নির্বাচনে আ’লীগ ও বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে মাঠে তরুণ মুখের দেখা মিলছে।

স্থানীয় জনগণ ও দলীয় সূত্রে জানা গেছে, বিকল্প ধারা থেকে দলের যুগ্ম মহাসচিব আবদুুর রউফ মান্নান এবং বাসদ থেকে ধামইরহাট উপজেলা বাসদের আহবায়ক দেব লাল টুডু একাদশ জাতীয় নির্বাচনে একক প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়ন চাইবেন।

অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম মনোনয়নপ্রত্যাশী জাতীয় সংসদের হুইপ বর্তমান সংসদ সদস্য আলহাজ শহীদুজ্জামান সরকার (বাবলু)। তিনি ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ আসনে ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা খানের কাছে পরাজিত হলেও নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বার নির্বাচিত হন। এরপর ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদের হুইপ মনোনীত হন। এ বারও তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

এ ছাড়া এ আসনে নজিপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা আমিনুল হক, দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুল আলম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহমুদ রেজা মেহেদী ও কৃষক লীগের নেতা বিএম রশিদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

মনোনয়ন পেতে তারা উপড় মহলে দৌড়-ঝাপ শুরু করেছেন। তবে ইতোপূর্বে ইঞ্জিনিয়ার আখতারুল আলম দলের কাছে একাধিকবার মনোনয়ন চেয়েছিলেন বলে স্থানীয়রা জানান।

বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির কৃষি-বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান আবারো মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে। তিনি ইতোপূর্বে এই আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আসনটিতে দলের কাছ থেকে মনোনয়ন চাইতে হাইকমান্ডে দৌড়-ঝাঁপ করছেন নওগাঁ জেলা বিএনপি সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। বিকল্প ধারা থেকে দলের যুগ্ম মহাসচিব আব্দুর মান্নান মনোনয়ন পেতে ভোটের মাঠে নেমেছেন।

এ আসনে জাতীয় পার্টি থেকে একক প্রার্থী হিসেবে দলের জেলা কমিটির সহ-সভাপতি বিএম হুমায়ন কবির চৌধুরী ও বাসদ থেকে ধামইরহাট উপজেলা বাসদের আহ্বায়ক দেবলাল টুডু মনোনয়ন পেয়ে ভোট যুদ্ধে লড়তে চান।

এই আসনটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে জনসমক্ষে আসছেন। এলাকার সাধারণ ভোটাররা জানান, তারা নতুন নেতৃত্ব আশাবাদী।

তরুণ ও নতুন ভোটাররা জানায়, তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যারা দুর্নীতি, অনিয়ম, মাদক ও বৈষম্যহীন সমাজ গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন তাদেরকেই তারা ভোট দিবেন।

Bootstrap Image Preview