Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার যোগ্যতা কী?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১২:১৩ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১২:১৩ PM

bdmorning Image Preview


এমপি হওয়া তার অনেক শখ।  এরই মধ্যে তার বয়স ৪০ পেরিয়েছে। বিয়ে করা হয়ে ওঠেনি। তবে এমপি হওয়ার খায়েশ এখনো উবে যায়নি। তিনি নির্বাচিত হতে চান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এ জন্য আবেদন করেছেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার যোগ্যতা কী—জানতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন তিনি। এই তিনি হলেন, গাজীপুর সদর উপজেলা যুবলীগের স্বঘোষিত সভাপতি কাজী আবুল হোসেন মাস্টার।

যোগাযোগ করা হলে আবুল হোসেন বলেন, গতবার (দশম জাতীয় সংসদ নির্বাচনে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকেই এমপি হয়েছেন। তাই এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি, আওয়ামী লীগ-বিএনপি এই আসনে কোনো প্রার্থী দেবে না।

গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার যোগ্যতা জানতে চান আবুল হোসেন। এর আগে ১৫ অক্টোবরের চিঠিতে তিনি ব্যক্তিগত কাজে ১০ থেকে ১৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চান। চিঠিতে আবুল হোসেন নিজেকে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি দাবি করেছেন। চিঠির সঙ্গে নির্বাচনী ইশতেহারও যুক্ত করেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর সদর উপজেলা যুবলীগের কোনো কমিটি নেই। কিন্তু আবুলের দাবি, ‘কমিটি আছে। অমিই সে কমিটির সভাপতি। দলে দুই পক্ষ থাকলেও আমাকে সরানোর কারো সাহস নেই।’

নির্বাচনী ইশতেহারে তিনি লিখেছেন, পূর্ব অভিজ্ঞতার আলোকে যুব উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ করে পরিবেশবান্ধব ও সেবামূলক কাজ করার মাধ্যমে নিজেকে পরিচিত করেছেন তিনি। বর্তমান কর্মপরিকল্পনায় বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, শান্তি, যোগাযোগ অবকাঠামো প্রণয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের কাজে নিজেকে উপস্থিত রাখেন তিনি। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় আছে, দেশের মানুষের অধিকার রক্ষা, কারিগরি শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, খাদ্য ও বাসস্থান নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া, যোগাযোগব্যবস্থা গতিশীল করা, বেকার সমস্যা দূর করাসহ বিভিন্ন সমস্যার সমাধান করা। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের এমপি হতে চান।

সিইসি বরাবর লেখা চিঠিতে আবুল হোসেন বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, সিইসি বরাবর আবেদন করলে এমপি হওয়া যাবে। এ আবেদনে তিনি নিজেকে গাজীপুরের জয়দেবপুরের মৃত আলহাজ মো. ইসলাম উদ্দিন কাজীর ছেলে বলে পরিচয় দিয়েছেন।

এমপি হওয়ার আগ্রহের কারণ জানতে চাইলে আবুল হোসেন বলেন, ‘আমার বয়স ৪০-৪৫ বছর। এখনো বিবাহ করি নাই। একটি ভালো কর্ম পেলে ভালো জায়গায়ই বিবাহ করতে পারব। এ জন্য এমপি হতে চাচ্ছি। তা ছাড়া  ছোটবেলা থেকেই আমার শখ এমপি হওয়া।’

আবুল হোসেন বলেন, ‘আমি ১৯৯২ সালে এসএসসি পাস করেছি। আর ১৯৯৪ সালে এইচএসসি পরীক্ষায় ফেল করেছি। প্লাস্টিকের একটি দোকান আছে। বাড়িভাড়া থেকেও কিছু আয় হয়। এমপি হতে পারলে আয় আরো বাড়বে বলে আশা করছি।’

Bootstrap Image Preview