Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'একনেকে ২১টি প্রকল্পে ১৯ হাজার ৭৭৮ কোটি টাকা অনুমোদন'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৬:৫৮ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে) ২১টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের জন্যে ১৯ হাজার ৭৭৮ কোটি ৭৩ লক্ষ টাকা অনুমোদন দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর-২০১৮) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২১তম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকাল ১০টায় রাজধানী ঢাকার এনইসি সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি চলতি বছরের ১১তম এবং বর্তমান সরকারের ১৪৮তম বৈঠক।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১. "কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ" বাবদ জানুয়ারি ২০১৯ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬২৪ দশমিক ৯৮ কোটি টাকা। পুরো টাকায় জিওবি থেকে প্রদান করা হবে।

২. নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে "৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ" বাবদ ৪৪৮৯ দশমিক ০৩ কোটি টাকা। মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সালের জুন থেকে ২০২৩ সাল পর্যন্ত।

৩. "দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন" প্রকল্প বাবদ ১৮৬৭ কোটি টাকা। মেয়াদ জানুয়ারি ২০১৯ হতে ২০২৪ সালের জুন পর্যন্ত।

৪. "ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনসহ নর্দমা ও ফুটপাত উন্নয়ন" প্রকল্প বাবদ ৭৭৪ দশমিক ৬৬ কোটি টাকা।

৫. "বরিশাল শহরের জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন প্রোগ্রাম" বাবদ ১৩০ দশমিক ১৯ কোটি টাকা।

৬. "সৌর বেস স্টেশন স্থাপনের মাধ্যমে দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টেলিটক নেটওয়ার্ক কভারেজ শক্তিশালীকরণ" বাবদ ৪০৬ দশমিক ১৮ কোটি টাকা।

৭. "ভূমি অধিগ্রহণ ও ইউটিলিট স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ" বাবদ ৩৮৮৫ দশমিক ৭২ কোটি টাকা।

৮. "কেরানীহাট-বান্দরবান জাতীয় মহাসড়ক (এন-১০৮) যথাযথ মান, প্রশস্ততা ও উচ্চতায় উন্নীতকরণ" বাবদ ২৩৫ দশমিক ৩ কোটি টাকা।

৯. "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন" বাবদ ১৪৪৫ দশমিক ৩৬ কোটি টাকা।

১০. "বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭টি অাঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ" বাবদ ১২৬ দশমিক ৯০ কোটি টাকা।

১১. "সিপিজিসিবিএল-সুমিতোমো ১২০০ মে. ও আল্ট্রা সুপার ক্রিটিকেল
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও আনুষঙ্গিক কার্যক্রম" বাবদ ১২৭০ দশমকি ০৯ কোটি টাকা।

১২. "পায়রা ১৩২০ মে. ও. তাপ বিদ্যুৎকেন্দ্র সংযোগ সড়ক ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ" বাবদ ২৫০ দশমিক ৬২ কোটি টাকা।

১৩. "এন্টাবলিশমেন্ট অব থ্রি হ্যাল্ডলুম সার্ভিস সেন্টার ইন ডিফারেন্ট লুম ইনটেনসিভ এরিয়া" বাবদ ৮৮ দশমিক ৮০ কোটি টাকা।

১৪. "বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদীর আধুনিকায়ন ও অবকাঠামোগত সম্প্রসারণ" বাবদ ৬০ দশমিক ১৫ কোটি টাকা।

১৫. "বৃহত্তর ময়মনসিংহ পল্লী অবকাঠামো উন্নয়ন" বাবদ ৬৯০ কোটি টাকা।

১৬. "গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ" বাবদ ৫৯১ দশমিক ৫৮ কোটি টাকা।

১৭. "চাঁদপুর সেচ প্রকল্পের চর-বাগাদী পাম্প হাউস ও হাজিমারা রেলুলেটর পুনর্বাসন" বাবদ ১১৭ দশমিক ৪৬ কোটি টাকা।

১৮. "রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন" বাবদ ৩২১ দশমিক ২২ কোটি টাকা।

১৯. "মহিষ উন্নয়ন (২য় পর্যায়)" বাবদ ১৬২ দশমিক ৯৩ কোটি টাকা।

২০. "কক্সবাজার জেলা উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম জরুরি সহায়তা" বাবদ ৫৮৫ দশমিক ৩৩ কোটি টাকা এবং ২১. "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন" বাবদ ১৬৫৫ দশমিক ৫০ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে।

আজ সর্বমোট ২১টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের ১৯ হাজার ৭৭৮ কোটি ৭৩ লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জিওবি ১৭ হাজার ৩১৬ কোটি ৯৩ লক্ষ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ২৩৩ কোটি ৯৩ লক্ষ টাকা এবং বৈদেশিক প্রকল্প সাহায্য ২ হাজার ২২৭ কোটি ৮৭ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।

Bootstrap Image Preview