Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ট্রল ভিডিও' বানাতে গিয়ে যেভাবে প্রাণ গেল ইউটিউবারের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৭:২১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৭:২১ PM

bdmorning Image Preview


২২ বছর বয়েসি ছেলে ফাহিম আরমান সাজ্জাদ। ছোটবেলা থাকেই স্বাধীন ও শিল্পমনা ছিলেন। লেখাপড়ার পাশাপাশি গান গাওয়া, ইউটিউবে নিজের পেজের জন্য ট্রল বানানো থেকে শুরু করে নানা ধরণের কাজ করতেন তিনি।

ছবি তোলার দারুণ নেশা ছিল সাজ্জাদের। কিন্তু হঠাৎ শিল্পপ্রেমী দুরন্ত যুবক সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। তিনি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।

জানা যায়, রবিবার (১৯ অক্টোবর) বিকালে একদল বন্ধুকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে তার ইউটিউব পেজের জন্য ভিডিওচিত্র ধারণ করতে যান তিনি। সেখানেই ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দু'পা হারায় সাজ্জাদ।

প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

এ দিকে সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছলে তাকে শেষবারের মতো এক নজর দেখতে বন্ধু-স্বজনসহ শোকার্ত হাজারো এলাকাবাসী ভীর জমায়। পরে বাদ জোহর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে কবর দেওয়া হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সহপাঠী ও বন্ধুদের সঙ্গে নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ স্টেশনে প্রবেশের সময় আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভিডিওচিত্র ধারণ করছিল। এ সময় ভিডিওচিত্র ধারণে সে এতই মনোযোগী হয়ে ওঠে যে, সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। আশপাশের লোকজনের চিৎকার শোনে স্থান ত্যাগের আগেই ট্রেনের নিচে পিষ্ট হয়ে দু’পা কাটা পড়ে তার।

পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

Bootstrap Image Preview