দীর্ঘদিন ধরেই অস্টিওআর্থারাইটিসে আক্রান্ত দিয়গো মারাদোনা। এখন অবস্থা অত্যন্ত খারাপ। তাঁর হাঁটুতে আর কোনও কার্টিলেজ অবশিষ্ট নেই। ভবিষ্যতে সঠিক ভাবে হাঁটাচলা করার জন্য আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে অস্ত্রোপচার করাতেই হবে. প্রস্থেসিসের প্রয়োজন তাঁর। এমনটাই জানিয়ে দিলেন তাঁর অর্থোপেডিক সার্জেন জার্মান ওচোয়া।
১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার ক্যাপ্টেনসিতে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। গত মাসেই মেক্সিকোর দ্বিতীয়-টিয়ার ক্লাব ডোরাডোস সিনাওলার কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। কিংবদন্তি ম্যারাডোনার অস্টিওআর্থারাইটিসের সমস্যা দীর্ঘদিনের। ম্যারাডোর দুই হাঁটুরই তরুণাস্থি পুরোপুরি ক্ষয়প্রাপ্ত হয়েছে। সম্প্রতি তাঁকে খুঁড়িয়ে হাঁটতেও দেখা গিয়েছে।
ওচোয়া আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস চ্যানেলে মারাদোনার চোটের প্রসঙ্গে বললেন, 'মারাদোনার অস্টিওআর্থারাইটিজ একেবারে শেষ পর্যায় এসে গিয়েছে। এর ফলে ওনার পা ফুলে যাচ্ছে ও প্রচণ্ড ব্যথা হচ্ছে। হাড়ের সঙ্গে হাড়ের ঘষে গিয়েই এই সমস্যা হচ্ছে।' ওচোয়া জানিয়েছেন যে, এই মুহূর্তে অস্ত্রোপচারই হবে তাঁর স্থায়ী সমাধান। সিদ্ধান্ত মারাদোনাকেই নিতে হবে। রাশিয়া বিশ্বকাপের আগেই হাঁটুর সমস্যার জন্য কলোম্বিয়ার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন মারাদোনা। আজ থেকে ১৭ বছর আগে এই ওচোয়াই মারাদোনার হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন।