ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার জোসে মোরিনহো বলে দিলেন, শনিবার ইপিএলে চেলসিকে হারাতে পারলে তিনি উৎসবে মাতবেন না। কারণ নিজের পুরনো ক্লাবকে আজও তিনি অসম্ভব শ্রদ্ধা করেন।
দু’বছর আগে চেলসি ইপিএলের একটা ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল ম্যান ইউ’কে। এবং ম্যাচের শেষে রীতিমতো বিশ্রী অঙ্গভঙ্গী করেছিলেন তখনকার চেলসি ম্যানেজার আন্তোনিয়ো কন্তে। সেই ঘটনাকেই ইঙ্গিত করে শুক্রবার মোরিনহোর মন্তব্য, ‘‘স্ট্যামফোর্ড ব্রিজে আমার দল গোল করলে বা জিতলে আমি কি অসভ্যতা করব? কখনওই না। উল্টে চূড়ান্ত সংযম দেখাব। যাতে চেলসির মতো ক্লাব আর ওদের ভক্তদের প্রতি কোনও অসম্মান না হয়।’’
প্রতিপক্ষকে অসম্মান না করলেও শনিবার যে তাঁর ফুটবলাররা এক ইঞ্চি জমিও ছাড়বে না, সেটাও পরিষ্কার করে দিলেন পর্তুগিজ ম্যানেজার, ‘‘এমনিতে এটা আমার কাছে আর একটা ম্যাচ ছাড়া অন্য কিছুই নয়। তবে এই ম্যাচটায় আমাদের ভাল কিছু করতেই হবে। মনে রাখবেন এখন আমি শতকরা একশো ভাগ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লোক। আমার ক্লাবকে জেতানো ছাড়া অন্য কিছুই এখন ভাবতে পারি না।’’
মোরিনহো মনে করেন, ইপিএলে শেষ ম্যাচে নিউক্যাসলের বিরুদ্ধে ০-২ পিছিয়ে থেকে ৩-২ জেতাটা তাঁর দলের কাছে বাড়তি প্রেরণা হয়ে উঠবে। চেলসির বিরুদ্ধে যা দারুণ ভাবেই কাজে দেবে বলে তাঁর বিশ্বাস। জোসের কথায়, ‘‘এমনিতে আজও দলের সবাই এসে পৌঁছয়নি। আন্তর্জাতিক ছুটির পরে সব ক্লাবেই এ রকম হয়। তবে আশা করব, শেষ ম্যাচে অসাধারণ জয়ের স্মৃতি আমার ফুটবলাররা ভোলেনি। তাই খেলা থেকে ওদের মন সরে যাবে না।’’
ইপিএল লিগ টেবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এখন আট নম্বরে রয়েছে। স্বভাবতই সমর্থকরা এই পরিস্থিতি নিয়ে খুশি নয়। তা ছাড়া বহু বছর পরে ম্যান ইউ এত খারাপ শুরু করেছে। দু’একটি ম্যাচে তো পর্তুগিজ ম্যানেজারকে সমথর্কদের বিদ্রুপের সামনেও পড়তে হয়েছে। পাশাপাশি চেলসি টেবলে দু’নম্বরে থাকলেও এক নম্বর ম্যাঞ্চেস্টার সিটির মতো তাদের পয়েন্টও ২০। অবশ্য কুড়ি পয়েন্টে আছে লিভারপুলও। তবু চেলসির নতুন ম্যানেজার মাউরিসিয়ো সাররি মনে করেন, মোরিনহোকে অসম্মান করা খুব খারাপ একটা ব্যাপার। তাঁর মন্তব্য,‘‘জোসে এমন একজন কোচ যে সব জায়গাতেই জিতেছে। তাই ওকে সম্মান করাটা অবশ্য কর্তব্য। তা ছাড়া ওর প্রশিক্ষণে এ বারও ম্যান ইউ যথেষ্ট শক্তিশালী। ভাল করেই জানি যে নিজেদের মাঠেও ওদের হারানোটা মুখের কথা নয়।’’
চেলসি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচটি সরাসরি বিকেল ৫-৩০ মিনিটে সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।