Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমেছে পেঁয়াজের দাম, স্থীতিশীল সবজির বাজার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৪:০০ PM

bdmorning Image Preview


রাজধানীর বাজারগুলোতে গত মাসখানেক পেঁয়াজের দাম উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও বর্তমানে কমেছে। আজ রাজধানীর কারওয়ান বাজার হাতিরপুল বাজার শান্তিনগর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায় যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়।আর প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়।

পেঁয়াজের দাম কমার ব্যাপারে জানতে চাইলে কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা বাদল বিডিমর্নিংকে বলেন, বাজারে এতদিন পেঁয়াজের সরবরাহ কম ছিল তাই দাম বেশি ছিল কিন্তু এখন বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে তাই দাম কমেছে। তাছাড়া কয়েক দিন পরে বাজারের নতুন পেঁয়াজ নামবে তখন দাম আরও কমবে।

কারওয়ান বাজারে বাজার করতে আসা ব্যবসায়ী শরিফুল ইসলাম বিডিমর্নিংকে বলেন, দীর্ঘদিন যাবৎ বাজারে পেঁয়াজের দাম বেশি ছিল তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। সামনে নতুন পেঁয়াজ উঠতে শুরু করলে বাজারে তখন পেঁয়াজের দাম আরো কমে যাবে।

এদিকে রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কমেছে বাজারগুলোতে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায় আর খুচরা বাজার গুলোতে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকায় আর পাইকারি বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০৫ টাকায়।

ডিমের দাম কমার বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের ব্যবসায়ী আলী আহমদ বিডিমর্নিংকে বলেন, পণ্য পরিবহন ধর্মঘটের সময় বাজারে ডিমের সংকট ছিল কিন্তু এখন বাজারে ডিমের সরবরাহ পর্যাপ্ত যার কারণে কমতে শুরু করেছে ডিমের দাম।

একইভাবে সবজির বাজারে এসেছে কিছুটা স্বস্তি। বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। এছাড়া বাজারে প্রতি কেজি কাকরোল, পটল, ওস্তা, ধুন্দল, ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

Bootstrap Image Preview