Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাশ্রয়ী দামে কেটিএম ডিউকের ১২৫ সিসির নতুন স্ট্রিট ফাইটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:২৫ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:২৫ PM

bdmorning Image Preview


সাশ্রয়ী দামে স্ট্রিট ফাইটার নামে খ্যাত ১২৫ সিসির বাইক আনল কেটিএম ডিউক। নতুন এই বাইকটি ইতোমধ্যে ভারতে বুকিং শুরু হয়েছে।

মডেল কেটিএম ১২৫ ডিউক। এবিএস এবং নন-এবিএস ভার্সনে বাইকটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে। ভারতের নন-এবিএস ভার্সনটি পাওয়া যাবে দেড় লাখ রুপিতে।

জানা যায়, কেটিএম ১২৫ ডিউক মডেলের এই বাইকে আছে ১২৪.৭ সিসির ইঞ্জিন। লিকুইড কুলড এই ইঞ্জিনে ১৫ বিএইচপি শক্তি ও ১২ এনএম টর্ক পাওয়া যাবে। এতে ৬ স্পিড গিয়ার বক্স রয়েছে।

বাইকটির সামনের চাকায় আছে ইউএসডি ফর্ক সাসপেনশন। পেছনের চাকায় আছে মনোশক সাসপেনশন। কেটিএম ২৫০ ডিউকের সঙ্গে হুবহৃ মিলে যায় এই বাইকের ডিজাইন।

মুম্বাই ও পুনের কেটিএম ডিলাররা জানিয়েছেন মাত্র ১ হাজার রুপির বিনিময়ে এই এন্ট্রি লেভেল স্ট্রিট ফাইটার বাইকের বুকিং করা যাবে। ডিসেম্বরে বাজারে আসবে এই বাইক।

Bootstrap Image Preview