Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব জিরো একসাথে মিললে জিরোই হয়: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনীতির সব জিরোরা মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছেন। এই জিরোদের ঐক্যের ফল জিরোই হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটে জালালাবাদ গ্যাসের নবনির্বাচিত সিবিএ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, সব জিরো একসাথে মিললে ফল জিরোই হয়, আর কিছু হয় না। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা যদি সমর্থন দেন তবে হয়তো তাদের একটি উপায় হবে। অন্যথায় তারা যে ঐক্য প্রক্রিয়া করছেন তা জিরো।

নতুন এই রাজনৈতিক জোটের কোনো ভবিষ্যত নেই বলেও মন্তব্য করেন তিনি।

এরআগে জালালাবাদ গ্যাসের সিবিএ’র অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

Bootstrap Image Preview