Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসি বিহীন আর্জেন্টিনাকে উড়িয়ে দিলো ব্রাজিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০২:১৫ AM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০২:১৫ AM

bdmorning Image Preview


সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল।

উত্তেজনাপূর্ন এই লড়াইয়ে একে বারে শেষ সময়ে গোল হজম করতে হলো মেসি বিহীন আর্জেন্টিনাকে।

খেলা শুরু থেকে অনেকবার গোল করার সুযোগ পায় দিবালারা।অপর দিকে নেইমাররাও একধিক সুযোগ মিস করেন।দুই দলের এই পাল্টা পালটি আক্রমনে গোল শূন্য শেষ হয় প্রথাআর্ধের খেলা।

বিরতি শেষে দ্বিতীয়আর্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু কোন ভাবেই তারা গোলের দেখা পায় না। এরপর খেলার শেষ মুহুর্তে নেইমারের কর্নার শর্টে গোলের দেখা পায় ব্রাজিল।এমন শেষ মুহুর্তে গোল খেয়ে নিরুপায় হয়ে পড়ে মেসির আর্জেন্টিনা।অবশেষে ১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এরআগে সৌদি আরব সফরে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আর স্বাগতিক সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে প্রথম ম্যাচে ব্রাজিলও ঝালিয়ে নিয়েছে নিজেদের।

আর্জেন্টিনার একাদশ: সার্জিও রোমেরো, জার্মান পিজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, রদ্রিগো বাত্তালিয়া, জিওভানি ল সেলসো, এডুয়ার্ডো সালভিও, মাউরো ইকার্দি, অ্যাঞ্জেল কোররেয়া।

ব্রাজিলের  একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, মিরান্ডা, ফিলিপে লুইজ, ক্যাসেমিরো, ফ্রেড, রেনাতো অগাস্টো, ফিলিপে কৌতিনহো, নেইমার ও গ্যাব্রিয়েল হেসুস।

 

Bootstrap Image Preview