মদ্যপান করে নিয়ন্ত্রণ হারিয়ে তুরস্কের নাইটক্লাবে মারামারি করার পর হাসপাতালে গুলি চালানোর অভিযোগ ১২ বছরের জেল হতে পারে বার্সেলোনা সুপাস্টার আর্দা তুরান।
অভিযোগ,ব্যাপক মদ্যপান করে নাইটক্লাবে এক নারীর সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। ওই নারীর স্বামীর সঙ্গে তার মারামারিও হয়। তুরানের ঘুষিতে নাক ফেটে যায় সেই ব্যক্তির। তারপর ওই দম্পতি হাসপাতালে গেলে সেখানে গিয়েও ঝামেলা পাকান তুরান। এমনকী তাদের উদ্দেশ্য করে নাকি গুলিও চালিয়েছেন তিনি!
এরপর তদন্তে বের হয়ে আসে আরও ভয়ংকর তথ্য। কারণ, পরে জানা যায়, ইস্তাম্বুলের নাইটক্লাবে যার নাক ফাটিয়েছেন তুরান, তিনি তুরস্কের খ্যাতনামা পপ গায়ক বেরকে। তার স্ত্রীর সঙ্গেই অশালীন আচরণ করেছিলেন তুরান। এখন তার ভাগ্য নির্ভর করছে আদালতের রায়ের ওপর।