Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১২:০৬ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১২:০৬ PM

bdmorning Image Preview


শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই। স্থানীয় সময় সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ মার্কিন উদ্যোক্তা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

গত মাসে পল অ্যালেন নন হজকিনস লিমফোমা ক্যান্সারে আক্রান্তের কথা জানিয়েছিলেন। ২০০৯ সাল থেকে তিনি এই রোগে ভুগছিলেন। 

১৯৭৫ সালে অ্যালেন বিল গেটসের সাথে মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। ১৯৮৩ সালে অ্যালেন প্রতিষ্ঠান ছেড়ে যান।

তার মৃত্যুতে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, আমার সব থেকে প্রিয় ও দীর্ঘদিনের বন্ধুদের মধ্যে একজনের প্রয়াণে আমি মর্মাহত।

বিল গেটস তার বিবৃতিতে বলেন, লেকসাইড স্কুলের সেই পুরনো দিনগুলো, মাইক্রোসফট প্রতিষ্ঠার সহকর্মী, আমাদের অনেক দিনের মানবকল্যাণ মূলক কাজে পল ছিলেন একজন বিশ্বস্ত ও সত্যিকার বন্ধু।

Bootstrap Image Preview