গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার টি ডিজাইন নামের এক কারখানার ভেতর নিজ ট্রাকের নিচে পিষ্ট হয়ে নিহত হয়েছেন কমল চন্দ্র (৩০) নামের এক চালক। সোমবার বেলা ১১টার দিকে কারখানার ভেতর এই ঘটনা ঘটে।
নিহত কমল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজপুর গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে। ঝুট নেয়ার জন্য সকালে তিনি ট্রাক নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করেন। এ ঘটনায় ঘাতক গাড়ি ও তার চালক হোসেনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) সিরাজউদৌলা জানান, কারখানা থেকে ঝুট নেয়ার জন্য সকালে কমল ট্রাক নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে ট্রাকটিতে ত্রুটি ধরা পড়লে তিনি ট্রাকের নিচে শুয়ে কাজ করতে থাকেন।
এসময় কারখানার ভেতর সিমেন্টের ক্লিংকারবাহী একটি গাড়ি ট্রাকটিকে ধাক্বা দিলে চালক কমল পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ঘাতক গাড়ি ও তার চালককে আটক করা হয়েছে।