প্রেম-ভালোবাসার কখনো মরণ হয় না।এটা আবারও প্রমাণ করলেন জেসিকা নামের এক মার্কিন নারী।
দীর্ঘদিনের প্রেম থেকেই বিয়ের তারিখ ঠিক হয়েছিল জেসিকা ও কেন্ডাল মারপির। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় কেন্ডালের প্রাণ। তবুও ভালোবাসা ফুরোয়নি একটুও। ১০ মাস পর বিয়ের সাজে সাজলেন জেসিকা। বউয়ের সাজে গেলেন প্রিয়জনের কবরের পাশে।
জানা যায়, সেপ্টেম্বরের ২৯ তারিখে তাদের চার হাত এক হওয়ার কথা ছিল। স্বপ্ন পুরুষ কেন্ডাল মারফিকে সারা জীবনের জন্য পাওয়ার কথা ছিল জেসিকার। কিন্তু এক দুর্ঘটনায় দমকল কর্মী কেন্ডালের (২৭) মৃত্যু তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটাই কেড়ে নিল। এই ঘটনার পর ১০ মাস কেটে গেছে। প্রেমিকের মৃত্যুর পর ভেবেছিলেন সামলে নিয়েছেন নিজেকে। কিন্তু কবরের কাছে যাওয়ার পথ কান্নার বাঁধ ধরে রাখা গেল না। ফুলের তোড়া পাশে রেখে অঝোরে কাঁদলেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত বছরের নভেম্বরে এক মাতাল চালকের গাড়ি চাপায় প্রাণ হারাতে হয় কেন্ডালকে। কিন্তু ওই দুর্ঘটনার ১০ মাস পরে প্রচণ্ড সাহস আর শক্তি নিয়ে বউ সেজেছিলেন জেসিকা। সাদা রঙের একটি গাউন পরে কেন্ডালের কবরের সামনে হাজির হয়েছিলেন তিনি। তাদের যে দিনে বিয়ে হওয়ার কথা ছিল তিনি সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। কোনভাবেই এই সুন্দর দিনটা যেন নষ্ট না হয় সেটাই ছিল তার একান্ত ইচ্ছা। চুল বেধে, বিয়ের সাজে কেন্ডালের কবরের কাছে ফুলের তোড়া নিয়ে হাজির হয়েছিলেন জেসিকা নামের প্রচণ্ড সাহসী মেয়েটা। কেন্ডালের কবরে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ কেন্ডালের কবরের পাশেই বসে ছিলেন তিনি।
জেসিকা বলেন, যদিও আমি আমার স্বপ্নের পুরুষকে বিয়ে করতে পারিনি। কিন্তু, এই দিনটা আমার জন্য বিশেষ একটা দিন। তার এই বিশেষ দিনটিকে সুন্দর করে তুলতে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন জেসিকা।
কেন্ডালের কবরের পাশে ছবিও তোলেন জেসিকা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাভিং লাইফ ফটোগ্রাফি থেকে এই সুন্দর মুহূর্তের ছবিগুলো তোলা হয়েছে।