দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও দিনশেষে ব্যাংক খাতের প্রেসারে সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ার।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৫ টি কোম্পানির ১৫ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৮৪১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৪০ পয়েন্ট বেড়ে ৫৪৪৬.৪১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৮৪ পয়েন্ট কমে ১৯২২.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩.২৩ পয়েন্ট কমে ১২৬২.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো :- সামিট পাওয়ার, খুলনা পাওয়ার, শাশা ডেনিমস্, ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সুয়েটার, নূরানী ডাইং, ভিএফএস থ্রেড ডাইং, ইফাদ অটোস, সিলভা ফার্মা ও সেন্ট্রাল ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো :- সিলভা ফার্মা, ইনটেক লিঃ, শাশা ডেনিমস্, আলহাজ্ব- টেক্স, সেন্ট্রাল ফার্মা, প্রাইম ব্যাংক, ফাইন ফুডস, পেনিনসুলা চিটাগাং, এলআর গ্লোবাল মি. ফা. ১ ও যমুনা ব্যাংক।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা পেট, লিগেসী ফুটওয়্যার, মেঘনা কন্ডেন্সড মিল্ক, ইমাম বাটন, সোনারগাঁও টেক্সটাইল, জুট স্পিনার্স, ইস্টার্ন হাউজিং লিঃ, আর্গন ডেনিমস, বিডি অটোকারস ও সমতা লেদারস।
ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৭৬ কোটি ৬২লাখ ৪২ হাজার ২০৭ টাকা।