Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার মোবাইল থেকে হেডফোন জ্যাক তুলে নিচ্ছে স্যামসাং!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৮ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


২০১৯ সালের শেষ ভাগের পর থেকে বাজারে যেসব ফোন ছাড়া হবে সেগুলোর কোনোটিতেই থাকছে না হেডফোন জ্যাক, কোরিয়ান সংবাদমাধ্যম ইটিনিউজের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

এর মানে অ্যাপলের পথ ধরে এবার স্যামসাংও ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সামনের বছরগুলোতে তারা বাজারে আনতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ১০ ও গ্যালাক্সি নোট ১১।

দুটি ফোনেই ৩.৫ এমএম হেডফোন জ্যাক বাদ দেয়া হতে পারে।

এর বদলে পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি হ্যান্ডসেটগুলোতে ওয়্যারলেস হেডফোন বা ইউএসবি-সি এয়ারবাডসের ব্যবহার দেখা যাবে।

এ তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০ প্লাসই হবে স্যামসাংয়ের শেষ হেডফোন জ্যাক সমৃদ্ধ ফোন। হেডফোন জ্যাক বাদ দেয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি স্যামসাং।

Bootstrap Image Preview