Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ শুরুর আগে ২০ বার বাথরুমে যান মেসি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview



লিওনেল মেসি ও ডিয়াগো  ম্যারাদোনার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।সেটা বেশ কিছু দিন থেকে ম্যারাদোনার কথার ভঙ্গিতে বুঝা যাচ্ছে।রাশিয়া বিশ্বকাপের সময়ে আর্জেন্টাইন সাংবাদিকদের কাছ থেকেই জানা যায়, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই  মেসি এবং দিয়েগো ম্যারাডোনার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এবার  মেক্সিকোয় একটি টিভি অনুষ্ঠানে মেসিকে কটাক্ষ করলেন ম্যারাডোনা।  
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মার্কা’-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্চে, ‘লা আল্টিমা প্যালাব্রা’ নামের এক টিভি অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকা অনুজ মেসির উদ্দেশে বলেছেন, ‘‘মেসি মাঠে নামার আগে কারও সঙ্গেই কথাবার্তা বলে না। মাঠে নেমেই নেতৃত্ব বুঝে নিতে চায়। খেলার আগে সতীর্থ বা কোচের সঙ্গেও আলোচনাও করে না। তাঁদের সঙ্গে আলোচনার থেকে প্লে স্টেশনে খেলতেই বেশি পছন্দ করে মেসি। ম্যাচের আগে যে মানুষটা ২০ বার বাথরুমে যায়, তাঁকে আপনি কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবেন না।’’ 
১৯৮৬ সালের মহানায়কের এমন কটাক্ষ বার্সেলোনার মহাতারকার কানে নিশ্চয়ই পৌঁছেছে। কিন্তু মেসি অবশ্য এখনো কোন জবাব দেননি।
 

Bootstrap Image Preview