বার্সেলোনার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। বার্সেলোনায় যে সকল কোচের সঙ্গে কাজ করেছেন সবার সঙ্গেই দলকে সাফল্য এনে দিয়েছেন। তবে সেই তালিকায় তাঁর সবচেয়ে প্রিয় বা কাছের কিন্তু বর্তমান ম্যান সিটি কোচ পেপ গুয়ারদিওলা। এই দু'জনের বোঝাপড়া নিয়ে নতুন কিছু বলার নেই। এখনও একে অপরের প্রশংসা শোনা যায় তাঁদের মুখে।
অতীতে বহুবার শোনা গিয়েছিল ফের নাকি গুয়ারদিওলার সঙ্গে খেলতে চান মেসি। সম্প্রতি তেমনই এক খবর প্রকাশিত হয়, স্প্যানিশ পত্রিকা মুন্দো ডিপোর্টিভোয়। সেখানে ম্যান সিটির মালিক জানান, মেসিকে প্রায় তিনগুন টাকায় সিটি আনতে চান গুয়ারদিওলা। যেখানে প্রতি সপ্তাহে মেসি আয় করবেন ১ মিলিয়ন পাউন্ডের কিছু বেশি। তবে এইসব খবর কিন্তু খারিজ করে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমোউ জানান, "ও বার্সা ছাড়তে চায় না। আমরা সবসময় ওকে বলি তুমি ক্লাবের সারাজীবনের লিডার হতে পারো। যেটা ওরও ইচ্ছে"।
উল্লেখ্য, ২০১৭ সালের শুরুর দিকে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। নতুন চুক্তি অনুযায়ী বার্সেলোনায় বর্তমানে তার বার্ষিক বেতন ৫০ মিলিয়ন ইউরো। যা তাকে বানিয়েছে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।