Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নেই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০২:১২ PM

bdmorning Image Preview


পুজিঁবাজারকে অনেকেই মনে করে থাকেন কাঙ্ক্ষিত সাফল্যের চাবিকাঠি পাওয়ার সহজ রাস্তা। তবে যতটা সহজ মনে করা হয় ততটা সহজ রাস্তা এটা নয়। তাই অনেকেই গুজবের ভিত্তিতে লাভের আশায় বিনিয়োগ করে সর্বস্ব হারিয়ে হচ্ছেন নিস্ব। 

সঠিক শিক্ষা-দীক্ষা ছাড়া কোনো কর্মেই সাফল্যের দেখা মিলে না। তেমনি পুজিঁবাজারেও সাফল্য লাভ করতে হলেও বিনিয়োগ শিক্ষা অপরিহার্য। বিনিয়োগ শিক্ষা ছাড়া বিনিয়োগ করেই মূলত একজন বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন।

এ বিষয়ে বিডিমর্নিংয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহি পরিচালক সাইফুর রহমান বলেন, একজন বিনিয়োগকারীকে কখনোই তার সঞ্চয়ের পুরো টাকা একই খাতে বিনিয়োগ করা উচিত নয়। ঋণ গ্রহণ করে পুঁজিবাজারে বিনিয়োগ কখনোই যুক্তিযুক্ত না। গুজবের ভিত্তিতে অনেকেই বিনিয়োগ করে।

তিনি বলেন, আশাতিরিক্ত লাভজনক বিনিয়োগ প্রলোভন থেকে বিনিয়োগকারীকে সাবধান থাকতে হবে। প্রয়োজনীয় যাচাই না করে গুজবের ভিত্তিতে বিনিয়োগের করা কখনোই উচিত না।

সাইফুর রহমান বলেন, আমাদের দেশের বিনিয়োগকারীরা মূলত বিনিয়োগ শিক্ষার অভাবেই বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তাই ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম  বাস্তবায়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘনেয়াদি তিনটি ধাপে প্রয়োজনীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। যার মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগ শিক্ষা গ্রহণ করে ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে।

Bootstrap Image Preview