সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রীসেবা দিতে পরীক্ষামূলকভাবে চালকবিহীন ট্যাক্সি চলাচল চালু করছে কর্তৃপক্ষ। রোববার দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) জিটেক্স টেকনোলজি উইকে পরীক্ষামূলক এই গাড়ির চলাচল উদ্বোধন করে।
আরটিএ বলছে, ২০৩০ সালের মধ্যে দেশের মোট পরিবহনের প্রায় ২৫ শতাংশ চালকবিহীন যানবাহনের মাধ্যমে করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। টেকনোলজি উইকের জিটেক্স স্ট্যান্ডে স্বয়ংক্রিয় এবং চালকবিহীন গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এছাড়াও টেকনোলজি উইকে দুবাই মেট্রোর উৎপাদিত থ্রিডি প্রিন্টিং, স্বয়ংক্রিয় চ্যাট বট সিস্টেম, দুবাই মেট্রো স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের জন্য তৈরি রোবটিক ক্লিনারেরও প্রদর্শনী হবে।
আমিরাতের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও মহাপরিচালক মাত্তার আল তায়ের বলেন, বিশ্বের সবচেয়ে আধুনিক শহর হিসেবে দুবাইকে গড়ে তোলার লক্ষ্যে এসব স্মার্ট সেবা এবং নতুন নতুন প্রযুক্তি আনা হচ্ছে।
তিনি বলেন, শিগগিরই দুবাইয়ের রাস্তায় যাত্রী পরিবহন শুরু করবে চালকবিহীন ট্যাক্সি। ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ পরিবহন চালকবিহীন যানবাহনে হবে বলেও জানান মাত্তার।