Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের জন্য মসজিদে দোয়া ও মিলাদ দেখে আবেগে-আপ্লুত শিশির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৫:৫৫ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


আঙুলের চিকিৎসার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছেন সাকিব আল হাসান। এদিকে দেশে সাকিবের সুস্থতা কামনা করে ইতোমধ্যে দোয়া ও মিলাদের আয়োজন করেছে তার ভক্তরা। যা চোখে পড়েছে সাকিবের স্ত্রী শিশিরের। এতে আবেগে-আপ্লুত হয়ে পড়েছেন শিশির। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছেন শিশির। 

স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘সাকিবের ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য দেশের বেশকিছু মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন। এই অবস্থা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমি জানতে পেরেছি তারা সবাই সাকিবের ভক্ত, যা আমাকে অবাক করে দিয়েছে। দেশের ১০টি মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। পরম করুণাময় আল্লাহ তাকে (সাকিব) আপনাদের দোয়া ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ্, সে খুব দ্রুত চোট থেকে সেরে উঠছে। মহাপরাক্রমশালী আল্লাহ্, আমাদের প্রতি দয়ালু হয়েছেন।’

জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ-হাতের আঙুলে ব্যাথা পান সাকিব। সেই চোট নিয়ে বেশ কিছু সিরিজও খেলেছেন তিনি। কিন্তু এশিয়া কাপে আবারো পুরনো ইনজুরি সমস্যায় ফেলে দেয় তাকে। তাই সিরিজের মাঝপথেই দেশে ফেরেন সাকিব। এরপর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার আঙুলের চিকিৎসা করা হয়।তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন সাকিব।
 

Bootstrap Image Preview