ভারতে গুগলের আয় বেড়েছে। ভারতে অনলাইন বিজ্ঞাপন থেকেই গুগলের আয় হয়েছে সবচেয়ে বেশি। এ বছর ভারত থেকে গুগলের মোট আয় হয়েছে ৯ হাজার ৩৩৭ দশমিক ৭ কোটি রুপি, যা গত বছর অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ২৯ শতাংশ বেশি।
গুগল ইন্ডিয়ার গত অর্থবছরের চেয়ে এবার খরচ বেড়েছে ২৯ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে গুগল ইন্ডিয়ার খরচ ছিল ৬ হাজার ৭৬০ দশমিক ৪ কোটি, যা চলতি অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ দশমিক ৯ কোটি রুপি। ভারতের প্রতিযোগিতাপূর্ণ ক্লাউড ও পেমেন্ট বাজারে বিনিয়োগের কারণে খরচ বেড়েছে গুগলের।
বাজার গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, চলতি অর্থবছরে গুগল ভারত থেকে গত অর্থবছরের তুলনায় ৩৩ শতাংশ মুনাফা করেছে। এ বছর গুগলের মুনাফা হয়েছে ৪০৭ দশমিক ২ কোটি রুপি, যা গত বছর ছিল ৩০৬ দশমিক ৬ কোটি রুপি।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, গুগলের মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন থেকে আসা আয় ৬৯ শতাংশ। এর বাইরে তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা থেকে আসা (আইটি এনাবল্ড সার্ভিস) আয় ১৮ শতাংশ।
২০১৭-১৮ অর্থবছরে গুগল ইন্ডিয়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ হিসেবে (সিএসআর কার্যক্রম) ১০টি আবেদন গ্রহণ করেছে। শিক্ষা ও শিশুদের নিরাপত্তায় কাজ বিভিন্ন বেসরকারি উদ্যোগকে মোট ২০ দশমিক ৩ কোটি রুপি বরাদ্দ দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল থেকে পাওয়া অর্থ বেসরকারি প্রতিষ্ঠানগুলো গুগলের প্রযুক্তি নিয়ে পরীক্ষা ও শিক্ষার কাজে ব্যয় করছে বলে বিজনেস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।