Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অজানা রোগে ভুগছেন হেস্টিং, কাশিতে গলা দিচ্ছে বের হচ্ছে রক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০২:২৯ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০২:২৯ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার পেস বোলিং অল রাউন্ডার জস হেস্টিং। বল করলেই প্রচণ্ড কাশির সাথে গলা থেকে বেরিয়ে আসছে চাপ চাপ রক্ত। প্রথমে ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেননি তিনি। ভেবেছিলেন, শরীরে কোনও ছোটখাটো সমস্যা থেকে এমন হচ্ছে হয়তো! কিন্তু সমস্যাটা যে ছোটখাটো নয় তা সেই রক্তক্ষরণের মেয়াদ দেখেই বুঝতে পারছিলেন তিনি। চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন এই অজি অলরাউন্ডার। অবস্থা এখন এতটাই খারাপ যে, তাঁর ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

জাতীয় দলের হয়ে  ওয়ানডে অভিষেক হয়েছিল ২০১০ সালে। এর দুই বছর পর ডাক পেয়েছিলেন টেস্টেও। অবশ্য ক্যারিয়ারে এখনও মাত্র একটাই টেস্ট খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২৯টি ওয়ান-ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন তিনি। অসুস্থতার জন্য ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন।

এরপর তিনি টি-২০ ক্রিকেটে সম্পূর্ণ মনোনিবেশ করেছিলেন। চলতি বছরে মে মাসে বিগব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়ে সই করেছিলেন। কিন্তু এখনও একটাও ম্যাচ তাঁর খেলা হয়নি তাঁর। শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে তিনি এখনও চিকিৎসাধীন। জানা গিয়েছে একটু ছোটাছুটি করলেই গলা থেকে রক্ত বের হচ্ছে তাঁর। আপাতত তিনি সম্পূর্ণ বিশ্রামে।

হেস্টিংস জানিয়েছেন, ''কি হয়েছে তা নিজেও জানি না। কবে সেরে উঠব আদৌ উঠব কি না তা নিয়েও বলা মুশকিল। তবে এই বছর আর হয়তো ক্রিকেটে ফেরা হবে না। আমি বিশ্বজুড়ে টি-২০ টুর্নামেন্ট খেলার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। কিন্তু মাঝে যে কী হয়ে গেল! একের পর এক সুযোগ আসছে। কিন্তু শারীরিক সমস্যার জন্য আমার এখন বাড়িতে বসে থাকা ছাড়া উপায় নেই।''

বিশ্বের একাধিক টি-২০ লিগে খেলেছেন হেস্টিংস। আইপিএলে কলকাতা ও চেন্নাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৩২ বছর বয়সী এই অজি অলরাউন্ডার। এছাড়া পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্লাডিয়েটর্সে হয়েও খেলেছেন।

Bootstrap Image Preview