Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কর্ণার থেকে সালাহর গোল, ইনজুরি নিয়ে মাঠ ত্যাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview


আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফায়ার ম্যাচে মিশর খেলতে নেমেছিল সোয়াজিল্যান্ডের বিরুদ্ধে। মিশরের ৪-১ গোলে জয় পাওয়ার ম্যাচে অসাধারণ একটা গোল করেছেন মোহম্মদ সালাহ।

মিশর প্রথমার্থে বিরতীতে যাওয়ার ঠিক আগ মুহেূর্তে কর্নার কিক থেকে সরাসরি গোল পোস্টে বল জড়ান সালাহ। গোলরক্ষক গোল বাঁচানোর জন্য লাফ দিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। এর আগে  ফ্রি কিক থেকে নিজের প্রথম গোল করে প্রতিপক্ষের গোলকিপার কে বোকা বানান লিভারপুল তারকা। ম্যাচের চারটি গোলই আসে প্রথমার্ধে।

যদিও এই ম্যাচের ম্যাচের ৮৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে সালাহকে। যদিও মিশরের সহকারি কোচ হ্যানি র‌্যামজি বলছেন যে, সালাহর চোট সেরকম গুরুতর নয়।পেশিতে টান ধরেছে তাঁর। যদিও স্ক্যান রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে সালাহর চোট কত'টা গভীর। গত মৌসুমে সালাহর সৌজন্যে লিভারপুল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলেছিল। ৪৪টি গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সালাহ।

রাশিয়া বিশ্বকাপে মোহম্মদ সালাহর উপর অনেকেরই প্রত্যাশা ছিল। কিন্তু টুর্নামেন্টে নামার আগেই গত ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মারাত্মক চোট পান তিনি। সার্জিও র‌্যামোসের কড়া ট্যাকেলে চোখের জলেই মাঠ ছাড়েন তিনি। এই চোটের পর থেকেই সালাহর জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর মিশর এবছর ফের বিশ্বকাপ খেলল। তারা শেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। রাশিয়া দু'ম্যাচে দু'গোল করেছিলেন সালাহ। গ্রু পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল রাশিয়াকে।

Bootstrap Image Preview