Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বছরের শুরুতে ভাঁজ করা ট্যাবলেট-স্মার্টফোন আসছে বাজারে

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১২:৩৮ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


বছরের শুরুতে স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন বাজারে আসবে। এটি হবে অভিনব ডিভাইস। যাতে ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, ব্যবহারকারী স্যামসাংয়ের ভাঁজ করা ডিভাইসটি ট্যাব হিসেবে ব্যবহার করবেন, আবার তা চাইলে ভাঁজ করে স্মার্টফোনের মতো পকেটে রাখতে পারবেন। এটি সহজে বহনযোগ্য ও একাধিক কাজে উপযোগী (মাল্টিটাস্কিং) যন্ত্র হবে।

স্যামসাংয়ের মোবাইল বিভাগের সিইও বলেছেন, ভাঁজ করা স্মার্টফোন কোনো চটকদার পণ্য হবে না। এটি বাজারে ছাড়ার পর ছয় থেকে নয় মাসে হারিয়ে যাবে, এমন পণ্য নয়। পণ্যটি আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ব্যবহারের জন্য ছাড়া হবে। ফোনটির ডিসপ্লে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেননি তিনি।

কুয়ালালামপুরে গ্যালাক্সি এ৯ মডেলে স্মার্টফোন উদ্বোধনের সময় প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটকে সাক্ষাৎকার দিয়েছেন কোহ।

তিনি বলেছেন, গ্রাহকের কাছে যখন ভাঁজ করা স্মার্টফোন অর্থবহ হয়ে উঠবে, তখনই কেবল স্যামসাং তা বাজারে ছাড়বে। অর্থাৎ, বাজার প্রস্তুত না থাকলে এ ধরনের ফোন সহজে আনবে না স্যামসাং। এ ছাড়া ব্যবহারকারীর অভিজ্ঞতা মানসম্মত না হলে সে ধরনের পণ্য বাজারে ছাড়া হবে না বলেও মন্তব্য করেছেন কোহ।

তবে কোহ অারো বলেছেন, স্মার্টফোনের জন্য বড় মাপের ডিসপ্লে গুরুত্বপূর্ণ। ভাঁজ করা ফোনের ক্ষেত্রে সাড়ে ছয় ইঞ্চি মাপের ওপরে ডিসপ্লে থাকতে পারে।

Bootstrap Image Preview