রাশিয়ায় বিশ্বকাপ অভিযান সফল হয়নি। তাই ব্রাজিল কোচ তিতের নিশানা চার বছর পরের বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠন। সেই লক্ষ্যেই প্রীতি ম্যাচে মনোনিবেশ করেছেন নেইমাররা।শুক্রবার রাতে রিয়াধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সৌদি আরবকে ২-০ হারাল তিতের দল। ব্রাজিলের হয়ে গোল করলেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স সান্দ্রো।
১৬ অক্টোবর পরবর্তী প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে সৌদির বিপক্ষে জয় দিয়ে নিজেদের ছন্দ ধরে রাখল দলটি। পুরো ম্যাচে গোলের জন্য বেশ কিছু সুযোগ পেলেও সৌদি আরবের রক্ষণ গলিয়ে গোল পেয়েছেন কেবল গ্যাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো।
প্রথমার্ধের একদম শেষ দিকে, ৪৩ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের দারুণ শটে স্বাগতিকদের জাল কাঁপান ম্যানচেস্টার সিটি তারকা জেসুস।
দ্বিতীয়ার্ধে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে সেলেকাওরা। ছেড়ে কথা বলেনি স্বাগকিতরাও। ম্যাচের ৮৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সৌদি আরব। স্বাগতিক দলের গোলরক্ষক মোহাম্মদ ওয়াইজ লাইনের বাইরে গিয়ে বল ধারায় তাকে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন রেফারি।
ম্যাচের একেবারে শেষ সময় (৯০+৬) দলের মান বাঁচান জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। এবারও মূল নায়ক নেইমার। প্যারিস সেন্ট জামের্ইর (পিএসজি) ফরোয়ার্ডের কর্নার থেকে হেডের মাধ্যমে দ্বিতীয় গোলটি আসে। এতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।